প্রশ্ন: ফেনী জেলা প্রতিষ্ঠিত হয় কবে?
উ: ১৯৮৪ সালে।
প্রশ্ন: ফেনী জেলার সীমানা কি?
উ: ফেনী জেলার সীমানা:
✅ উত্তরে: কুমিল্লা জেলা ও ভারতের ত্রিপুরা রাজ্য
✅ দক্ষিণে: চট্টগ্রাম জেলা ও বঙ্গোপসাগর
✅ পূর্বে: চট্টগ্রাম জেলা ও ভারতের ত্রিপুরা রাজ্য
✅ পশ্চিমে: নোয়াখালী জেলা
প্রশ্ন: ফেনী জেলার আয়তন কত?
উ: ৯২৮.৩৪ বর্গ কিলোমিটার।
প্রশ্ন: ফেনী জেলার সাক্ষরতার আন্দোলনের নাম কি?
উ: উজ্জীবিত ফেনী।
প্রশ্ন: ফেনী জেলার গ্রাম কতটি?
উ: ৫৬৪ টি।
প্রশ্ন: ফেনী জেলার কতটি ইউনিয়ন রয়েছে?
উ: ৪৩ টি।
প্রশ্ন: ফেনী জেলার উপজেলা/থানা কতটি ও কি কি?
উ: ৬ টি। ফেনী, সোনাগাজী, ছাগলনাইয়া,
পরশুরাম, ফুলগাজী ও দাগনভূঁইয়া।
প্রশ্ন: ফেনী জেলার পৌরসভা কতটি?
উ: ৫ টি। (ফেনী, দাগনভুঁইয়া, সোনাগাজী,ছাগলনাইয়া, পরশুরাম)।
প্রশ্ন: ফেনী জেলার নদ-নদী কি কি?
উ: ফেনী, মহুরী, ডাকাতিয়া, সেলোনাই ইত্যাদি।
প্রশ্ন: ফেনী জেলার শিল্প ও খনিজ সম্পদগুলো কি কি?
উ: প্রাকৃতিক গ্যাস, ঔষধ কারখানা।
প্রশ্ন: ফেনী জেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলো কি কি?
উ: ফেনী সরকারি কলেজ ভবন, মোহাম্মদ আলী চৌধুরী মসজিদ ও বাসভবন, চাঁদগাজী মসজিদ, মহিপালের বিজয় সিংহ দীঘি।
প্রশ্ন : ফেনী জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ কারা কারা?
উ: গাজীউল হক, সেলিম আলদীন (নাট্যকার ও শিক্ষাবিদ), বেগম খালেদা জিয়া (সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রী), আবদুস সালাম (সাংবাদিক), জহির রায়হান (চলচ্চিত্রকর), শহীদুল্লাহ কায়সার (সাহিত্যিক ও সাংবাদিক), খান বাহাদুর জহুর হোসেন চৌধুরী (সম্পাদক)।